কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সম্মানিত সকল বিজ্ঞ সদস্যদের জানানো যাইতেছে যে, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের ডাটাবেইজ সংরক্ষণের জন্য ওয়েবসাইট প্রস্তুত, ডিজিটাল ফরম বিক্রয় কার্যক্রম পরিচালনা ও স্মার্ট কার্ড প্রস্তুতের সকল কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। কিন্তু লক্ষনীয় যে, অনেক বিজ্ঞ আইনজীবী সদস্য তাহাদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি প্রদান করেন নাই। সেকারণে উল্লেখিত কার্যক্রমে তাহাদের পুরাতন ছবি ব্যবহৃত হচ্ছে। তাই সকল বিজ্ঞ সদস্যকে অনুরোধ করা যাচ্ছে যে, আগামী ইং ২১/১০/২০২৫ তারিখের মধ্যে আপনাদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় তদসংশ্লিষ্ট তথ্য জেলা আইনজীবী সমিতির অফিসে জমা দিবেন।
নতুবা পরবর্তীতে নতুন ছবি বা ডাটা প্রদানের ক্ষেত্রে নিজ অর্থে পরিচয় পত্র তৈরী করতে হবে।
সংযুক্তিঃ আডি কার্ড দুটি স্যাম্পল মাত্র।